-ঝিনিয়া ঝিনুক, সাবেক ইউনিয়ন নেত্রী এবং এক্টিভিস্ট, কলকাতা
ছবিটিতে লাল দাগাঙ্কিত জায়গাটা দেখিয়ে মিডিয়া বার বার বলছে যে এই হল কাদের মোল্লা, পাক বাহিনীদের সাথে একসাথে মিশে সে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। ছবিতে যে লোকটিকে দেখা যাচ্ছে তার বয়স কত হতে পারে আনুমানিক আর তখন বর্তমান কাদের মোল্লা বয়স কত ছিল অন্তত এইটুকু খোজ নিলেও আমরা জানতে পারতাম কে আসলে কসাই কাদের আর কে কাদের মোল্লা। আর এই লোকটাই যে আজকের কাদের মোল্লা তার কোন উপযুক্ত প্রমান আমাদের হাতে আছে কি? যে মিডিয়াগুলো খেটে খাওয়া মানুষের কথা বলে না, যেই মিডিয়া গুলো রাষ্ট্র আর বিদেশি বেনিয়াদের দালালি করে, যেই মিডিয়া মানুষ হত্যা করে সেই মানুষের মৃত্যু নিয়ে ব্রেকিং নিউজ দেয় সেই মিডিয়ার উপরে আস্থা রেখেই আজকে আমরা কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়েছি। ......................... তাই কাদের মোল্লার ফাসি হওয়া এটাকে যুদ্ধ অপরাধীর বিচার বলা যাবে না। এটা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, একটি জুডিশিয়াল কিলিং। কাদের মোল্লা আর যাই হোক সে যদি যুদ্ধ অপরাধী না হয়ে থাকে তবে এই দেশটাকে তার আরও বেশ কিছু দেয়ার ছিল। ঝিনিয়া ঝিনুক, সাবেক ইউনিয়ন নেত্রী এবং এক্টিভিস্ট। (http://satkahan.com)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন