Main Slogan:

হে ইমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর (সূরা বাকারা : ২০৮)
জামায়াত-শিবির লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জামায়াত-শিবির লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ মার্চ, ২০১৪

আওয়ামীলীগ যেভাবে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের উপকার করল…

আওয়ামীলীগ যেভাবে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের উপকার করল…

- লিখেছেন লোকমান বিন ইউসুফ

বাংলাদেশ আওয়ামীলীগ নির্যাতনের মাধ্যমে ভবিষৎ এ বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে রুপান্তরিত করার ক্ষেত্রে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ন সহযোগিতা করল যেভাবে …
প্রথমত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিরাপদ করে :
২০০১ থেকে ২০০৮ পর্যন্ত যে সমস্ত জনশক্তি ছাত্রশিবির তৈরী করেছিল তাদের মধ্যে থেকে যারা আওয়ামীলীগের আমল দেখেনি তাদের মান নিয়ে সংগঠনের অভ্যন্তরে চরম প্রশ্ন সৃষ্টি হয়েছিল । তাদের নেতৃত্বের ব্যাপারে আস্থা কমছিল । ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত যে সমস্ত জনশক্তি ছাত্রশিবির বা জামায়াত তৈরী করেছিল বিরূপ পরিবেশে সাংগঠনিক কাজ এর কৌশলে তারা তেমন পারঙ্গম ছিলেন না। আয়েশী একটা মেজাজে তারা তৈরী হচ্ছিলেন। চিন্তার গভীরতা যেমন কমছিল তেমনি আমলের মানও। ভোগবাদী জগতে ছাত্র শিবিরের প্রবেশ ঘটছিল। ২০০৮ এ জোট ক্ষমতায় আসলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলিক চরিত্রের পরিবর্তনের আশংকা দেখা দিয়েছিল । নেতৃত্বের ব্যপারে প্রশ্ন উঠা ছিল গুরুত্বপূর্ন উপসর্গগুলোর একটি।
আওয়ামীলীগের নিযার্তনের কারনে

১. জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরে নেতা র্কমীদের মান বৃদ্ধি পেয়েছে।

২.বিরূপ পরিবেশে ইসলামী আন্দোলনের কাজের কৌশল শিখেছে।
৩. জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরে নেতারা কর্মীদের সহানুভূতি ও দোয়া নিয়ে নেতৃত্ব দিচ্ছেন ।
৪. নেতা কর্মীদের পারস্পরিক আন্তরিকতা মায়া ভালবাসা প্রেম ঈর্ষনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দলীয় গাথুঁনি মজবুত হয়েছে।
৫. আয়েশী মেজাজ পরিহার করে চিন্তার গভীরতা তৈরী হয়েছে ও আমল বৃদ্ধি পেয়েছে।
৬.ভোগবাদী নেতা তৈরী হওয়া থেকে সংগঠন ও আন্দোলন রক্ষা পেয়েছে।
৭. সমালোচনা কমেছে ও পরামর্শ গ্রহন ও বাস্তবায়ন বেড়েছে।
৮. মৌলিক চরিত্রের পরিবর্তন হওয়া থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিরাপদ হয়েছে। এখানে আমি বুঝাতে চাচ্ছি যে ২০০১ পরবর্তী সময়ের নেতা তৈরী হওয়ার পরিবেশ ২০০৮ পরবর্তী অক্ষুন্ন থাকলে আগের নেতাদের ছাত্রসংগঠন পরিচালনা ও মেজাজ থেকে ভিন্ন হত বর্তমান পরিচালনা ও লোক গঠন । মৌলিক জায়গা থেকে সরে আসার প্রবনতা বেশী করে দৃষ্টি গোচর হচ্ছিল । মহান রাব্বুল আলামীন ছাত্রশিবিরকে রক্ষা করেছেন।

অফিস বিমুখী কর্মতৎপরতা ও প্রদর্শনেচ্ছা দুরীকরন হয়ে নেতৃত্ব তৈরীর সঠিক ধারায় শিবিরের ফিরে আসার ক্ষেত্রে সহযোগিতা :

অফিসমুখী কর্মতৎপরতার কারনে জনশক্তিরা নেতা বা দায়িত্বশীলদের সাহচর্য্য বঞ্চিত হচ্ছিল এবং মানউন্নয়নের ক্ষেত্রে প্রদর্শনেচ্ছা গুরুত্ব পাচ্ছিল। কিছুটা নেতাদের ইচ্ছাকৃত কিছুটা জনশক্তির চতুরতায়।

এক্ষেত্রে সার্ভে ভিত্তিক দায়িত্বশীল তৈরীর শিবিরের দীর্ঘদিনের ঐতিহ্য নজর ও উদাসীনতার কারনে ব্যাহত হচ্ছিল । যা ভবিষৎ এ শিবিরকে ধ্বংশের মুখোমুখি দাড় করিয়ে দিত।

পুলিশী তৎপরতার কারনে অফিস বিমুখী কর্মতৎপরতা তৈরী হয়েছে ও নেতা তৈরী হওয়ার ক্ষেত্রে প্রদর্শনেচ্ছা দুরীকরন হয়েছে । মোবাইলে ও মটর সাইকেলে বাহারী যোগাযোগ কমে একান্তে সাক্ষাৎ , সাহচর্য্য , নেতা কর্তৃক কর্মীদের পরামর্শ গ্রহন বেড়েছে , নেতা কর্মীর গভীর পরিচিতি স্থাপিত হয়েছে । সাংগঠনিক মজবুতি ইস্পাত কঠিন হয়েছে ।



আগামী দিনের নেতৃত্ব তৈরী হল :

আওয়ামী সরকারের নির্যাতন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কে আগামীদিনের জন্য মান সম্পন্ন নেতৃত্ব তৈরীর ক্ষেত্রে সহযোহিতা করেছে । রাসুলের যুগে কঠিন সময়ে তৈরী হওয়া নেতারা পরবর্তীতে দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন। বর্তমান সময়ে তৈরী হওয়া নেতারা বেশী করে সংগঠন ও ইসলাম কে ভালবাসবে । ভবিষৎ এ সংগঠনের ভিতরে কারো কাছ থেকে মৌলিক চেতনা পরিপন্থী কাজ দেখলে প্রতিবাদী হয়ে উঠবে এবং সংগঠনের মৌলিক চরিত্র অক্ষুন্ন রাখতে প্রয়াসী হবেন। স্বাধীনতা যুদ্ধকালীন কঠিন সময়ে গঠিত হওযা নেতারা (তোফায়েল রা )এখন ও নেতৃত্ব দিচ্ছেন দাপুটে ভূমিকায় ।
জামায়াত ইসলামী ও ছাত্রশিবির জনশক্তি অধ্যয়নমুখী হয়েছে :
আওয়ামী ও বামপন্থীদের শক্তিশালী মিডিয়ার ভূমিকা মোকাবিলায় জামায়াত ইসলামী ও ছাত্রশিবির নেতা কর্মীরা অধ্যয়নমুখী হয়েছেন আগের থেকে অনেক বেশী। তারা আরো বেশী বুঝতে পারছেন যে একটি আদর্শিক সংগঠনের নেতৃত্ব দিতে হলে আর ও বেশি পড়তে হবে । ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক।
নেতা কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে :

জোট সরকারের আমলে দেখা গেছে জনশক্তিকে মিছিলে ও সভায় উপস্থিত করাতে নেতাদের কষ্ট হত অনেক । আসলেও সময়মত আসত না । আর এখন নেতাদের মুখ থেকে সিদ্ধান্ত বের হওয়ার সাথে সাথে বোরাক বেগে সবাই একে অপরকে জানিয়ে দিচ্ছে । স্বতস্ফূর্ত ও সময়মত উপস্থিতি বৃদ্ধি পেয়েছে । সুশৃংখল পরিবেশ ও সময়ানুবর্তিতা ফিরে এসেছে । যে কোন অর্জনের জন্য ময়দান তৈরী হচ্ছে ।

নিউটনের গতির ৩য সূত্র ও জাতি দেখবে হয়তো !!!!!

আওয়ামীদের যথোপযুক্তভাবে চিন্তে পারা :
বাংলাদেশে যদি আওয়ামীলীগ বিরোধী দীর্ঘমেয়াদী জেনারেশন তৈরী করতে হয় তবে আওয়ামীলীগকে মাঝে মাঝে ক্ষমতায় আসা উচিত । তারা তাদের কর্মকান্ড দিয়ে বিরোধী শিবিরের জন্য সমর্থক নেতা কর্মী তৈরী করে দেয় ।
জনগনের উৎসুক্য তৈরী হয়েছে :
ব্যাপক প্রচার ও ধরপাকড়ের কারনে জামায়াত ইসলামী ও ছাত্রশিবির এর প্রতি জনগনের আগ্রহ ও সহানুভূতি তৈরী হয়েছে। তারা জামায়াত ইসলামী ও ছাত্রশিবির এর কর্মকান্ড নিয়ে একটি আকর্ষন অনুভব করছে আওয়ামীলীগের চরিত্রহীনতার বিপরীতে। জামায়াত ইসলামী ও ছাত্রশিবির এর নেতা র্কমীদের পরিচিত মহলে ব্যাপক গ্রহনযোগ্যতা থাকার কারনে রাজনৈতিক সমর্থন বেড়েছে।
নেতারা কর্মীদের সহানুভূতি অর্জন করা ও ৩য় সারির নেতা
নেতারা চৌম্বকত্ব হাঁরাতে বসেছিলেন । ত্যাগ এর কারনে নেতারা কর্মীদের সহানুভূতি অর্জন করতে পেরেছেন আগের মত। ফিরে পেয়েছেন আকর্ষন। কর্মীরা নেতার জন্য রাতের আঁধারে প্রার্থনা করেন । নেতার প্রতি এমন আস্থা ও বিশ্বাস বাংলাদেশের অন্য রাজনৈতিক দল গুলো শুধু কল্পনাই করতে পারেন । বাংলাদেশে পরিচিত রাজনৈতিক দলের নেতার চরিত্র সম্পর্কে তাদের অধস্তনদের প্রশ্ন করলে দেখবেন উত্তরে বলবে শালার বেটারা সব চোর! এক্ষেত্রে ব্যতিক্রম জামায়াত ইসলামী ও ছাত্রশিবির । এদের সবাই জানে তাদের নেতারা নিদোর্ষ । সময়ে বুঝবে বিরোধীরা । ৩য় , ৪র্থ ৫ম সারির নেতারাও প্রথম সারির মত যোগ্য হয়ে যাচ্ছেন ।

আল্লাহ ভীতি বৃদ্ধি ও দান

মৌলিক ইবাদাতে আন্তরিকতা বেড়েছে। নফল ইবাদাত বেড়েছে। দান বেড়েছে । জনশক্তির সময় দান , দৈহিক পরিশ্রম, চিন্তা ব্যয় , অর্থ ব্যয় সব আলহামদুলিল্লাহ বেড়েছে।

আগে টাকার জন্য গেলে বায়তুলমালে এয়ানত(জনশক্তি ও শুভাকাংখীদের দান ) উঠত কম আর এখন জনশক্তি ও শুভাকাংখীরা দেখলেই জিজ্ঞাসা করে টাকা লাগবে কিনা । পকেটে না থাকলে ধার করে দেয়। নিজেরটা দেয় পারলে আর ও কযেকজন থেকে কালেকশন করে দেয় ।
সংবিধান কর্মপদ্ধতি নিয়ে নতুন করে চিন্তা ও গবেষনার গুরুত্ব উপলব্ধি :
জামায়াত ইসলামী ও ছাত্রশিবির এর সংবিধান কর্মপদ্ধতি নিয়ে নতুন করে চিন্তা ও গবেষনার গুরুত্ব উপলব্ধি হয়েছে ।
সংগঠনের স্ট্রাকচার নিয়ে নতুন চিন্তা
জামায়াত ইসলামী ও ছাত্রশিবির এর সাংগঠনিক স্ট্রাকচার ও পরিচালন পদ্ধতি নিয়ে নতুন চিন্তার ক্ষেত্র তৈরী হয়েছে।
নতুন পলিসি তৈরীতে সহায়ক হবে

জামায়াত ইসলামী ও ছাত্রশিবির আগে সব সেক্টরে লোক গঠনের দিকে মনযোগী ছিলেন আর এখন মৌলিক মানবীয় চরিত্র সম্পন্ন জননেতা তৈরীতে চিন্তা করবে । নির্বাচনে জয়ী হয়ে আসার জেদ তৈরী হবে । আনন্দ দায়ক সংগঠন পরিচালনা গুরুত্ব পাবে।


সামাজিক সংগঠন তৈরীতে উৎসাহী হবে

সামাজিক সংগঠনের মাধ্যমে যে শক্তিমান নেতা তৈরী হয় তা বুঝবে এবং নেতা কর্মীদের শুধু দলীয় পরিমন্ডলে আবদ্ধ রাখবেনা । অভ্যন্তরে নান্দনিক বিতর্ককে উৎসাহিত করবে । স্বাধীন মতপ্রকাশ ব্যাহত যাতে না হয় সেদিকে নজর দিবে । উদ্ভাবনী ও বিশ্লেষনী শক্তি গুরুত্ব পাবে । সৃজনশীলতা গুরত্ব পাবে ।



সাহিত্য সাংস্কৃতিক সংগঠন গুলো নিয়ে নতুন খোরাক


রাজনৈতিক দর্শন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ন্ত্রন করবে নাকি স্বতন্ত্র নৈতিক মূল্যবোধে

এরা নিজেরা নিয়ন্ত্রিত হবে এবং রাজনৈতিক দল ও নেতার কার্যক্রম ও সিদ্ধান্ত প্রভাবিত করবে এটি ঠিক করতে প্রয়াসী হবে।


সর্বোপরি সেবা অরিয়েন্টেড শক্তিমান জনপ্রিয় নেতা তৈরী করতে প্রয়াসী হবে ।

একক গনভিত্তি সম্পন্ন এলাকা তৈরীতে উৎসাহিত করবে । যা সংসদে সম্মানজনক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।

এভাবে আওয়ামীলীগ জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের উপকার করল নির্যাতনের মাধ্যমে। 

ছাত্রসংবাদের মুখোমুখি প্রাক্তন শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ: সাম্প্রতিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?


ছাত্র সংবাদ : সাম্প্রতিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?

ড. শফিকুল ইসলাম মাসুদ : মানুষ মাত্রই তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জীবন মানে চ্যালেঞ্জ। বিশেষ করে ছাত্রশিবিরের জন্য চ্যালেঞ্জটা একটু ভিন্ন। কারণ সম্পূর্ণ প্রতিকূল স্রোতে তাকে বরাবরই পথ চলতে হচ্ছে। আর ছাত্রশিবির তো তরুণ যুবকদের কাফেলা। যে বয়সে চ্যালেঞ্জ মোকাবেলা করার সবচেয়ে উপযুক্ত সময়। একটি জাতির পরিবর্তন এই তরুণ যুবকদের ওপর নির্ভরশীল। যুবকদের রক্তই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আলহামদুলিল্লাহ ছাত্রশিবির চ্যালেঞ্জ নিচ্ছে ভবিষ্যতেও নিতে হবে এবং তা মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নিম্নোক্ত প্রস্তুতি থাকতে হবে :
.    আদর্শিক নৈতিক শক্তির প্রস্তুতি।

.    জ্ঞান তথ্যপ্রযুক্তির প্রস্তুতি।

.    ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার প্রস্তুতি। যাকে বলা হয় জাতীয় ঐক্যের শক্তি।
.    উদার ইতিবাচক মানসিকতা সমুন্নত রাখার প্রস্তুতি। আকাশের মতো উদার আর বাতাসের মতো নির্মল মন তৈরির ধারা অব্যাহত রাখা।
.    কুরআনের বিধান অনুযায়ী মন্দের জবাব ভালো দিয়ে প্রদান করার প্রস্তুতি। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ /আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।
সর্বোপরি চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে কুরআনের আলোকে তৈরি করার প্রস্তুতি সম্পন্ন করতে হবে।



Source: http://chhatrasangbadbd.com/

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

Islami Chatra Shibir: Two Exclusive Video documentary

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

কে আসলে কসাই কাদের আর কে কাদের মোল্লা? (ঝিনিয়া ঝিনুক, কলকাতা) এবং শহীদ আবদুল কাদের মোল্লা নিয়ে দু’টি ডকুমেন্টারী



কে আসলে কসাই কাদের আর কে কাদের মোল্লা? 
-ঝিনিয়া ঝিনুক, সাবেক ইউনিয়ন নেত্রী এবং এক্টিভিস্ট কলকাতা


ছবিটিতে লাল দাগাঙ্কিত জায়গাটা দেখিয়ে মিডিয়া বার বার বলছে যে এই হল কাদের মোল্লা, পাক বাহিনীদের সাথে একসাথে মিশে সে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। ছবিতে যে লোকটিকে দেখা যাচ্ছে তার বয়স কত হতে পারে আনুমানিক আর তখন বর্তমান কাদের মোল্লা বয়স কত ছিল অন্তত এইটুকু খোজ নিলেও আমরা জানতে পারতাম কে আসলে কসাই কাদের আর কে কাদের মোল্লা। আর এই লোকটাই যে আজকের কাদের মোল্লা তার কোন উপযুক্ত প্রমান আমাদের হাতে আছে কি? যে মিডিয়াগুলো খেটে খাওয়া মানুষের কথা বলে না, যেই মিডিয়া গুলো রাষ্ট্র আর বিদেশি বেনিয়াদের দালালি করে, যেই মিডিয়া মানুষ হত্যা করে সেই মানুষের মৃত্যু নিয়ে ব্রেকিং নিউজ দেয় সেই মিডিয়ার উপরে আস্থা রেখেই আজকে আমরা কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়েছি। ......................... তাই কাদের মোল্লার ফাসি হওয়া এটাকে যুদ্ধ অপরাধীর বিচার বলা যাবে না। এটা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, একটি জুডিশিয়াল কিলিং। কাদের মোল্লা আর যাই হোক সে যদি যুদ্ধ অপরাধী না হয়ে থাকে তবে এই দেশটাকে তার আরও বেশ কিছু দেয়ার ছিল। ঝিনিয়া ঝিনুক, সাবেক ইউনিয়ন নেত্রী এবং এক্টিভিস্ট। (http://satkahan.com)



শহীদ আবদুল কাদের মোল্লা নিয়ে দু’টি ডকুমেন্টারী
Please browse these link:

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩

দ্বিতীয় আলোর মুখোমখি প্রাক্তন শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ: গণমাধ্যমের সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব কেন?

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জানার জন্য বিভিন্ন ওয়েব সোর্স।



Official Website:

News Paper and Megazine:




Islamic Youtube Chanels:


বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৩

শিবিরের সাথে অন্য সংগঠনের পার্থক্য



শিবিরের সাথে অন্য সংগঠনের পার্থক্য


অন্যরা বলে পার্টি, আর ছাত্র শিবির বলে সংগঠন।


অন্যরা বলে নেতা, আর ছাত্র শিবির বলে দায়িত্বশীল।

অন্যরা দুনিয়ায় কিছু পাওয়ার স্বার্থে পার্টি করে, আর ছাত্র শিবিরি আখিরাতের জন্য সংগঠন করে।

অন্যরা করে আন্দোলন, ছাত্রশিবির করে ইসলামী আন্দোলন।

অন্যরা গোঁজামিল দিয়ে তাদের কর্মীদের বুঝ দেয়, আর ছাত্রশিবির যুক্তি দিয়ে বুঝায়।

অন্যরা তাদের নেতা বানায় গালি বেশী জানে এমন লোককে, আর ছাত্র দায়িত্বশীল বানায় কুরআন-সুন্নাহর জ্ঞান যার বেশী, যে মেধাবী, তাকওয়া, ইমান, ন্যায়পরায়ন, সত্যবাদী এমন চরিত্র আছে তাকে।

অন্যরা তাদের প্রতিপক্ষকে সময়ে-অসময়ে আক্রমণ করে বাহাদুরি দেখায়, আর ছাত্রশিবির আক্রমণ না করে ধৈর্য ধারন করে বাহাদুরি দেখায়।

অন্যরা মিছিল করে ‘একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে’, আর ছাত্রশিবির বলে নারায়ে তাকবির, আল্লাহু আকবার ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’। যত যাবে রক্ত শিবিরি হবে শক্ত, আলকোরানের আলো ঘরে ঘরে জ্বালো।

অন্যরা বলে অসাম্প্রদায়িকতা, আর ছাত্রশিবির বলে সাম্প্রদায়িক সম্প্রীতি।

অন্যরা বলে আমরা ‘অমুকের সৈনিক’, আর ছাত্রশিবির বলে আমরা একমাত্র ‘আল্লাহ্‌র সৈনিক’।

অন্যরা বলে ‘আমার নেতা তোমার নেতা অমুক ভাই তমুক ভাই’, আর ছাত্রশিবির বলে ‘তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা’।

অন্যরা ইলেকশন আসলে নামায পড়ে, আর ছাত্রশিবির আখিরাতে মুক্তির জন্য নামায আদায় করি।

অন্যরা মাজার জিয়ারতের মাধ্যমে তাদের সকল কাজ শুরু করে, আর ছাত্রশিবির দুঃখ-কষ্ট সব মসজিদে এক আল্লাহ্‌র কাছে জানায়।

অন্যরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে, আর ছাত্রশিবিরি ইসলামকে প্রতিষ্টার জন্য আন্দোলন করি।

অন্যরা লাখ টাকা দামের ডজনখানেক গরু দিয়ে তাদের কর্মীদের ভুরিভোজ করায়, আর ছাত্রশিবির ছোট্ট একটা ইফতার মাহফিল করতে গেলেও প্রত্যেক কর্মী থেকে ৫-১০ টাকা করে নিই।

অন্যরা দেশের শত কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েও ‘দেশপ্রেমিক(?!!)’, আর ছাত্রশিবির নিজেদের টাকায় দেশের জন্য উন্নয়নমূলক কাজ করে।

সূত্র: ফেসবুক

Relaeted Other Islamic Blog

Other Blog-site: