Main Slogan:

হে ইমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর (সূরা বাকারা : ২০৮)

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

গণতন্ত্র, সহিংসতা ও ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয়

গণতন্ত্র, সহিংসতা ও ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয়
শাহাদাতুর রহমান সোহেল
Written Date: 1/7/14 









    মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা সম্প্রতি খালেদা জিয়ার সাথে এক সাক্ষাতে বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সহিংসতা সামঞ্জস্যপূর্ণ নয়।’ এটা সঠিক নয়। বর্তমান বিশ্বে নেলসন ম্যান্ডেলাকে গণতন্ত্রের শ্রেষ্ঠ পুরুষ হিসাবে গণ্য করা হচ্ছে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-এর নেতা, বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রবাদ পুরুষ ও শান্তিতে নোবেল জয়ী নেলসন ম্যান্ডেলা হলেন গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠাতা। শ্বেতাঙ্গ শাসকদের কঠোর দমননীতিতে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার শান্তিপূর্ণ সংগ্রাম বাধাগ্রস্ত হয় তখন নেলসন ম্যান্ডেলা সশস্ত্র অন্তর্ঘাতের পদ্ধতি গ্রহণ করেন। তিনি আত্মগোপনে থেকে নানা সময় নানা ছদ্মবেশ ধারণ করে তাঁর সংগ্রাম পরিচালনা করেন। পরে তিনি গ্রেফতার হন এবং শেষ পর্যন্ত তাঁর সংগ্রাম বিজয়ী হয়। তিনি প্রতিষ্ঠা করেন গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকা। আরেকটি দৃষ্টান্ত হল, আধুনিক গণতন্ত্রের অন্যতম উৎপত্তিস্থল বৃটেনে গণতন্ত্র প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখে সশস্ত্র যুদ্ধ। ওলিভার ক্রমওয়েল ১৬৪৬ সালের ১৪ জুন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে রাজা প্রথম চার্লসকে পরাজিত করেন এবং পরে মৃত্যুদন্ড দেন। আর বৃটেনে প্রতিষ্ঠা করেন প্রথম সাধারণতান্ত্রিক রাষ্ট্র। তাঁর এই প্রচেষ্টা বৃটেনে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার উক্ত কথা একদিক থেকে ভুলই বলা যায়। প্রয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহিংসতা অনিবার্য পদক্ষেপ হয়ে উঠতে পারে। আমরা তন্ত্র-মন্ত্র বুঝি না, আমরা বুঝি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, জুলুমের অবসান ঘটাতে হবে, অবিচার বিদায় করতে হবে, দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে, ইসলামের জন্য অনুকূল পরিবেশ তৈরী করতে হবে, সর্বোপরি ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য প্রয়োজনে ন্যায়সংগত যেকোন ব্যবস্থা গ্রহণ করা যায়। তবে সহিংসতা কারো কাম্য হওয়া উচিত নয়। রাছূলুল্লাহ্ (সাঃ) বলেন: “লা তামান্না লি কায়াল আদুয়্যি, সালুল্লাহাল আফিয়াতা, ফায়িজা লাকিতুমুহুম ফাছবির। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিছ ছুয়ুফ” অর্থাৎ “শত্রুতা কামনা করো না, আল্লাহ্’র কাছে শান্তি-নিরাপত্তা প্রার্থনা করো, তারপরও যদি যুদ্ধের সম্মুখিন হয়ে যাও তাহলে তাতে ধৈর্য-দৃঢ়তা অবলম্বন করো। জেনে রাখো, তরবারীর ছায়াতলেই বেহেস্ত” (সহীহ বুখারী, কিতাবুল জিহাদ)। মহান আল্লাহ তা’লা বাংলাদেশের সকল ইসলাম ও দেশের স্বাধীনতাকামী শক্তিকে সঠিক কর্ম-কৌশল গ্রহণের তৌফিক দান করুন এবং ঐ লক্ষ্যে পরিচালিত সকল সংগ্রামকে পূর্ণ সাফল্য দান করুন, আমীন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Relaeted Other Islamic Blog

Other Blog-site: