Main Slogan:

হে ইমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর (সূরা বাকারা : ২০৮)
Islami Chatroshibir লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Islami Chatroshibir লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ মার্চ, ২০১৪

ছাত্রসংবাদের মুখোমুখি প্রাক্তন শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ: সাম্প্রতিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?


ছাত্র সংবাদ : সাম্প্রতিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?

ড. শফিকুল ইসলাম মাসুদ : মানুষ মাত্রই তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জীবন মানে চ্যালেঞ্জ। বিশেষ করে ছাত্রশিবিরের জন্য চ্যালেঞ্জটা একটু ভিন্ন। কারণ সম্পূর্ণ প্রতিকূল স্রোতে তাকে বরাবরই পথ চলতে হচ্ছে। আর ছাত্রশিবির তো তরুণ যুবকদের কাফেলা। যে বয়সে চ্যালেঞ্জ মোকাবেলা করার সবচেয়ে উপযুক্ত সময়। একটি জাতির পরিবর্তন এই তরুণ যুবকদের ওপর নির্ভরশীল। যুবকদের রক্তই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আলহামদুলিল্লাহ ছাত্রশিবির চ্যালেঞ্জ নিচ্ছে ভবিষ্যতেও নিতে হবে এবং তা মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নিম্নোক্ত প্রস্তুতি থাকতে হবে :
.    আদর্শিক নৈতিক শক্তির প্রস্তুতি।

.    জ্ঞান তথ্যপ্রযুক্তির প্রস্তুতি।

.    ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার প্রস্তুতি। যাকে বলা হয় জাতীয় ঐক্যের শক্তি।
.    উদার ইতিবাচক মানসিকতা সমুন্নত রাখার প্রস্তুতি। আকাশের মতো উদার আর বাতাসের মতো নির্মল মন তৈরির ধারা অব্যাহত রাখা।
.    কুরআনের বিধান অনুযায়ী মন্দের জবাব ভালো দিয়ে প্রদান করার প্রস্তুতি। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ /আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।
সর্বোপরি চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে কুরআনের আলোকে তৈরি করার প্রস্তুতি সম্পন্ন করতে হবে।



Source: http://chhatrasangbadbd.com/

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

Islami Chatra Shibir: Two Exclusive Video documentary

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জানার জন্য বিভিন্ন ওয়েব সোর্স।



Official Website:

News Paper and Megazine:




Islamic Youtube Chanels:


বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৩

শিবিরের সাথে অন্য সংগঠনের পার্থক্য



শিবিরের সাথে অন্য সংগঠনের পার্থক্য


অন্যরা বলে পার্টি, আর ছাত্র শিবির বলে সংগঠন।


অন্যরা বলে নেতা, আর ছাত্র শিবির বলে দায়িত্বশীল।

অন্যরা দুনিয়ায় কিছু পাওয়ার স্বার্থে পার্টি করে, আর ছাত্র শিবিরি আখিরাতের জন্য সংগঠন করে।

অন্যরা করে আন্দোলন, ছাত্রশিবির করে ইসলামী আন্দোলন।

অন্যরা গোঁজামিল দিয়ে তাদের কর্মীদের বুঝ দেয়, আর ছাত্রশিবির যুক্তি দিয়ে বুঝায়।

অন্যরা তাদের নেতা বানায় গালি বেশী জানে এমন লোককে, আর ছাত্র দায়িত্বশীল বানায় কুরআন-সুন্নাহর জ্ঞান যার বেশী, যে মেধাবী, তাকওয়া, ইমান, ন্যায়পরায়ন, সত্যবাদী এমন চরিত্র আছে তাকে।

অন্যরা তাদের প্রতিপক্ষকে সময়ে-অসময়ে আক্রমণ করে বাহাদুরি দেখায়, আর ছাত্রশিবির আক্রমণ না করে ধৈর্য ধারন করে বাহাদুরি দেখায়।

অন্যরা মিছিল করে ‘একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে’, আর ছাত্রশিবির বলে নারায়ে তাকবির, আল্লাহু আকবার ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’। যত যাবে রক্ত শিবিরি হবে শক্ত, আলকোরানের আলো ঘরে ঘরে জ্বালো।

অন্যরা বলে অসাম্প্রদায়িকতা, আর ছাত্রশিবির বলে সাম্প্রদায়িক সম্প্রীতি।

অন্যরা বলে আমরা ‘অমুকের সৈনিক’, আর ছাত্রশিবির বলে আমরা একমাত্র ‘আল্লাহ্‌র সৈনিক’।

অন্যরা বলে ‘আমার নেতা তোমার নেতা অমুক ভাই তমুক ভাই’, আর ছাত্রশিবির বলে ‘তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা’।

অন্যরা ইলেকশন আসলে নামায পড়ে, আর ছাত্রশিবির আখিরাতে মুক্তির জন্য নামায আদায় করি।

অন্যরা মাজার জিয়ারতের মাধ্যমে তাদের সকল কাজ শুরু করে, আর ছাত্রশিবির দুঃখ-কষ্ট সব মসজিদে এক আল্লাহ্‌র কাছে জানায়।

অন্যরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে, আর ছাত্রশিবিরি ইসলামকে প্রতিষ্টার জন্য আন্দোলন করি।

অন্যরা লাখ টাকা দামের ডজনখানেক গরু দিয়ে তাদের কর্মীদের ভুরিভোজ করায়, আর ছাত্রশিবির ছোট্ট একটা ইফতার মাহফিল করতে গেলেও প্রত্যেক কর্মী থেকে ৫-১০ টাকা করে নিই।

অন্যরা দেশের শত কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েও ‘দেশপ্রেমিক(?!!)’, আর ছাত্রশিবির নিজেদের টাকায় দেশের জন্য উন্নয়নমূলক কাজ করে।

সূত্র: ফেসবুক

Relaeted Other Islamic Blog

Other Blog-site: