Main Slogan:

হে ইমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর (সূরা বাকারা : ২০৮)

শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০১০

বোরকা নারীর ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে



বোরকা নারীর ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে
- ব্রিটিশ মহিলা মন্ত্রী বললেন


০০ ইত্তেফাক ডেস্ক, জুলাই ২০, ২০১০

ফ্রান্সের মতো আইন করে ব্রিটেনেও মুসলিম নারীদের প্রকাশ্য স্থানে বোরকা পরা নিষিদ্ধ করার দাবি উঠেছে। এমনকি বোরকা নিষিদ্ধ করার জন্য একটি বিলও পার্লামেন্টে উত্থাপন করেছেন একজন টরি এমপি। তিনি সমর্থন পেয়েছেন বহুসংখ্যক সহকর্মীর। অপরদিকে, ইউগভ পরিচালিত এক জরিপে শতকরা ৬৭ জন ব্রিটিশ নাগরিক বোরকা নিষিদ্ধ করার পক্ষে সমর্থন দিয়েছে। কিন্তু মুসলিম নারীরা তাদের বোরকা পরার অধিকার রক্ষায় পাশে পেয়েছেন একজন টরি মহিলা কেবিনেট মন্ত্রীকে। তিনি ক্যারেলিন স্পেলম্যান। তার দলের এমপিরা বোরকা নিষিদ্ধ করার পক্ষে যে প্রচারণা অভিযান শুরু করেছেন, তার সরাসরি বিরোধিতায় নেমেছেন তিনি। তার মতে, বোরকা নারীর ব্যক্তিত্বকে খাটো নয়, বরং বড় করে তোলে।

পরিবেশমন্ত্রী ক্যারেলিন বলেছেন, 'বোরকা পরা মুসলিম নারীদের অধিকার। অনেকে দাবি করছেন, বোরকা নারীর চিন্তা-ভাবনাকে সংকুচিত করে দেয় এবং এটি নারীদের ওপর পুরুষের চাপিয়ে দেয়া নিপীড়ন। কিন্তু আমি বলব, বোরকা মুসলিম নারীর ক্ষমতায়নে সহায়ক। এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তাই এটি নিষিদ্ধ করা হবে ব্যক্তি অধিকারে হস্তক্ষেপের সামিল।' তার মন্তব্য জোরালোভাবে সমর্থন করেছেন অভিবাসন মন্ত্রী ডেমিয়ান গ্রিন। তিনি বলেছেন, মেয়েদের বোরকা পরতে না দেয়া হবে 'অ-ব্রিটিশসুলভ' আচরণ। আমরা যে ভিন্নমতের প্রতি সহিষ্ণু এবং শ্রদ্ধাশীল এই ধারণা ক্ষতিগ্রস্ত হবে যদি আইন করে বোরকা নিষিদ্ধ করা হয়।

উলেস্নখ্য, ইউরোপ জুড়ে বিভিন্ন দেশে বোরকা নিষিদ্ধ করার হিড়িক পড়েছে। ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে ইতিমধ্যে বিপুল ভোটে বোরকা নিষিদ্ধ করার বিল পাস হয়েছে। স্পেন এবং বেলজিয়ামের পার্লামেন্টেও বোরকা নিষিদ্ধ করার বিলের ওপর ভোটাভুটি আসন্ন। ব্রিটিশ পার্লামেন্টেও ভোটগ্রহণের সম্ভাবনা তৈরী হয়েছে। আরো কয়েকটি দেশও একই ধরনের চিন্তা-ভাবনা করছে বলে খবরে প্রকাশ। -দ্য টেলিগ্রাফ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Relaeted Other Islamic Blog

Other Blog-site: