ড. শফিকুল ইসলাম মাসুদ : মানুষ মাত্রই তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জীবন মানে চ্যালেঞ্জ। বিশেষ করে ছাত্রশিবিরের জন্য চ্যালেঞ্জটা একটু ভিন্ন। কারণ সম্পূর্ণ প্রতিকূল স্রোতে তাকে বরাবরই পথ চলতে হচ্ছে। আর ছাত্রশিবির তো তরুণ যুবকদের কাফেলা। যে বয়সে চ্যালেঞ্জ মোকাবেলা করার সবচেয়ে উপযুক্ত সময়। একটি জাতির পরিবর্তন এই তরুণ যুবকদের ওপর নির্ভরশীল। যুবকদের রক্তই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আলহামদুলিল্লাহ ছাত্রশিবির চ্যালেঞ্জ নিচ্ছে ভবিষ্যতেও নিতে হবে এবং তা মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নিম্নোক্ত প্রস্তুতি থাকতে হবে :
১. আদর্শিক ও নৈতিক শক্তির প্রস্তুতি।
২. জ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রস্তুতি।
৩. ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার প্রস্তুতি। যাকে বলা হয় জাতীয় ঐক্যের শক্তি।
৪. উদার ও ইতিবাচক মানসিকতা সমুন্নত রাখার প্রস্তুতি। আকাশের মতো উদার আর বাতাসের মতো নির্মল মন তৈরির ধারা অব্যাহত রাখা।
৫. কুরআনের বিধান অনুযায়ী মন্দের জবাব ভালো দিয়ে প্রদান করার প্রস্তুতি। “উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ /আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।”
সর্বোপরি
চ্যালেঞ্জ
মোকাবেলায়
নিজেকে
কুরআনের
আলোকে
তৈরি
করার
প্রস্তুতি
সম্পন্ন
করতে
হবে।
Source: http://chhatrasangbadbd.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন