মাওলানা মাহমূদুল হাসান
অনেক হাদিসে অকাট্যভাবে আহলে বাইত তথা নবী পরিবারের প্রতি মহব্বত প্রদর্শনের গুরুত্ব আরোপিত হয়েছে এবং তাদের ফজিলত বর্ণিত হয়েছে। বুখারি শরিফের এক রেওয়ায়েতে হজরত আবু বকর সিদ্দীক (রা.) বলেন, 'আল্লাহর কসম! আমার আত্মীয়তার তুলনায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ল্লামের আত্মীয়তার মূল্যায়ন আমার কাছে অধিক পছন্দনীয়।'মুসলিম শরিফের রেওয়ায়েতে হজরত যায়েদ ইবনে আরকাম (রা.) বলেন, রাসূলে পাক ইরশাদ করেন : 'হে মানুষ! আমি মানুষ, অতি নিকটতম সময়ে আমার নিকট আল্লাহ পাকের দূত আসবে, সে এলে তার আহ্বানে সাড়া দিতে হবে। তাই আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব; এর মধ্যে হেদায়েত এবং নূর বিদ্যমান রয়েছে। তোমরা আল্লাহর এই কিতাবকে আঁকড়ে ধরবে এবং এই কিতাব মোতাবেক আমল করবে।'
আল্লাহর কিতাবের প্রতি অনুপ্রাণিত করার পর তিনি ইরশাদ করেন: 'আমি তোমাদেরকে আহলে বাইতের ব্যাপারে আল্লাহ পাককে স্মরণ রাখতে বলছি।' এ কথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইরশাদ করেন। হজরত ইবনে আব্বাস (রা.)-এর হাদিসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: 'তোমরা আল্লাহ পাককে মহব্বত কর। কারণ, তিনি তোমাদেরকে তাঁর নেয়ামত থেকে রিজিক দান করেছেন; আর আমাকে মহব্বত কর আল্লাহ পাকের মহব্বতের জন্য এবং আমার মহব্বতের জন্য আহলে বাইতকে মহব্বত কর!' তাবরানীর রেওয়ায়েতে হজরত জাবিরের সূত্রে বর্ণিত_ হজরত ওমর (রা.) উম্মে কুলছুম বিনতে আলীকে বিবাহ করার পর উপস্থিত লোকদের উদ্দেশ করে বলেন: তোমরা আমাকে মুবারকবাদ জানাও; কারণ আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন নসবের সম্পর্কসহ সব সম্পর্কই ছিন্ন হয়ে যাবে, কেবল আমার নসবের সম্পর্ক অটুট থাকবে।
আল্লাহর কিতাবের প্রতি অনুপ্রাণিত করার পর তিনি ইরশাদ করেন: 'আমি তোমাদেরকে আহলে বাইতের ব্যাপারে আল্লাহ পাককে স্মরণ রাখতে বলছি।' এ কথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইরশাদ করেন। হজরত ইবনে আব্বাস (রা.)-এর হাদিসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: 'তোমরা আল্লাহ পাককে মহব্বত কর। কারণ, তিনি তোমাদেরকে তাঁর নেয়ামত থেকে রিজিক দান করেছেন; আর আমাকে মহব্বত কর আল্লাহ পাকের মহব্বতের জন্য এবং আমার মহব্বতের জন্য আহলে বাইতকে মহব্বত কর!' তাবরানীর রেওয়ায়েতে হজরত জাবিরের সূত্রে বর্ণিত_ হজরত ওমর (রা.) উম্মে কুলছুম বিনতে আলীকে বিবাহ করার পর উপস্থিত লোকদের উদ্দেশ করে বলেন: তোমরা আমাকে মুবারকবাদ জানাও; কারণ আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন নসবের সম্পর্কসহ সব সম্পর্কই ছিন্ন হয়ে যাবে, কেবল আমার নসবের সম্পর্ক অটুট থাকবে।
লেখক : খতিব, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন